পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাপারাৎজ়িদের সঙ্গে দুর্ব্যবহার, কপিলের এই রূপ দেখেননি আগে

এয়ারপোর্ট থেকে হুইলচেয়ারে চেপে বেরোচ্ছিলেন কপিল শর্মা । প্রতিদিনের মতো এদিনও তাঁকে ঘিরে ধরল পাপারাৎজ়িরা । শরীরটা এমনিতেই খারাপ, তার উপর ক্যামেরার ঝলকানি দেখে মেজাজ হারালেন কমেডিয়ান কপিল ।

Kapil Sharma angry on paparatzi
Kapil Sharma angry on paparatzi

By

Published : Feb 23, 2021, 1:44 PM IST

মুম্বই : কপিল শর্মা মানেই হাসির ফোয়ারা । তাঁর কথা, তাঁর আচরণ মানুষকে আনন্দ দেয় । এহেন কপিলকে দেখা গেল অন্য রূপে । বিরক্ত মুখে হাত নেড়ে পাপারাৎজ়িদের সরে যেতে বললেন তিনি । অচেনা কপিলকে দেখে অবাক নেটিজেনরা ।

এয়ারপোর্ট থেকে হুইলচেয়ার থেকে বেরোচ্ছিলেন কপিল । এমনিতেই শরীর খারাপ, তার উপর পাপারাৎজ়িদের হুড়োহুড়ি আর ক্যামেরার ঝলকানি দেখে মেজাজ হারিয়ে ফেললেন কমেডিয়ান ।

"ওয়ে, সবাই তোমরা পিছনে সরে যাও", বলে চিৎকার করে ওঠেন কপিল । মুখে তাঁর একরাশ বিরক্তি । পাপারাৎজ়িরা কপিলের কাছেও যাননি । দূর থেকেই নিজেদের কাজটুকু করছিলেন তারা । তাই সেলেব্রিটি কমেডিয়ানের এই আচরণ দেখে খুব বিরক্ত সবাই ।

এরপর কপিলের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক পাপারাৎজ়ি । সব মিলে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হয় । দেখে নিন ভিডিয়োয়...

ABOUT THE AUTHOR

...view details