মুম্বই : কপিল শর্মা মানেই হাসির ফোয়ারা । তাঁর কথা, তাঁর আচরণ মানুষকে আনন্দ দেয় । এহেন কপিলকে দেখা গেল অন্য রূপে । বিরক্ত মুখে হাত নেড়ে পাপারাৎজ়িদের সরে যেতে বললেন তিনি । অচেনা কপিলকে দেখে অবাক নেটিজেনরা ।
এয়ারপোর্ট থেকে হুইলচেয়ার থেকে বেরোচ্ছিলেন কপিল । এমনিতেই শরীর খারাপ, তার উপর পাপারাৎজ়িদের হুড়োহুড়ি আর ক্যামেরার ঝলকানি দেখে মেজাজ হারিয়ে ফেললেন কমেডিয়ান ।