পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দ্বিতীয়বার বাবা হলেন কপিল শর্মা - দ্বিতীয়বার বাবা হলেন কপিল শর্মা

2018-তে কপিলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন গিনি । 2019-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আনায়রার । আর আজ সকালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন গিনি ।

asd
asd

By

Published : Feb 1, 2021, 2:09 PM IST

মুম্বই : দ্বিতীয়বার বাবা হলেন কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা । আজ সকালে পুত্র সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী গিনি চাতার্থ ।

সন্তানের জন্মের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন কপিল । তিনি লেখেন, "নমস্কার, আজ সকালে আমাদের পুত্র সন্তানের জন্ম হয়েছে । ভগবানের আশীর্বাদে মা ও ছেলে দু'জনেই ভালো আছে । আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ ।"

কয়েক মাস ধরেই কপিল ও গিনির দ্বিতীয় সন্তানকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছিল । কমেডিয়ান ভারতী সিং সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । সেখানে স্পষ্ট হয়ে উঠেছিল গিনির বেবি বাম্প । সেই ভিডিয়োকে কেন্দ্র করেই শুরু হয় জল্পনা ।

এরপর দিওয়ালির সময় একটি পারিবারিক ফোটো তোলা হয়েছিল । সেখানে গিনির সামনে একটি চেয়ার রাখা হয় । এই বিষয়ে নেটিজ়েনদের একাংশের মত ছিল, গিনির বেবি বাম্প ঢাকা দেওয়ার জন্যই বুদ্ধি করে ওই চেয়ার রাখা হয়েছিল । যদিও এই নিয়ে সেই সময় কোনও মন্তব্য করতে দেখা যায়নি কপিলকে ।

এদিকে ডিসেম্বরে 'সুখবর' দেবেন বলে ঘোষণা করেছিলেন কপিল । তাতে কিছুটা হলেও নিশ্চিত হয়ে গিয়েছিলেন অনুরাগীরা । তাঁদের মনে হয়েছিল এবার হয়তো দ্বিতীয় সন্তানের কথা প্রকাশ করবেন তিনি । কিন্তু, তখনও দ্বিতীয় সন্তানের পরিবর্তে নেটফ্লিক্সের সঙ্গে তাঁর নতুন কাজের কথা ঘোষণা করেছিলেন ।

তারই মাঝে 'দা কপিল শর্মা শো' বন্ধ হওয়ার খবর সামনে আসে । এতে মন ভেঙে যায় অনেকেরই । সোশাল মিডিয়ায় কপিলের থেকে শো বন্ধ হওয়ার কারণ জানতে চান এক অনুরাগী । তখনই দ্বিতীয় সন্তানের জন্মের কথা ঘোষণা করেন কপিল নিজেই ।

ABOUT THE AUTHOR

...view details