লক্ষ্ণৌ : তৃতীয় বারের পরীক্ষাতেও কণিকার শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেল । SGPGIMS-এর ডিরেক্টর জানিয়েছেন যে, যতদিন না টেস্ট রেজ়াল্ট নেগেটিভ আসছে, ততদিন চিকিৎসা চলবে কণিকার । অন্যদিকে ওজাস দেসাই, যিনি লক্ষ্ণৌয়ের তাজ হোটেলে ছিলেন কণিকার সঙ্গে, তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে ।
রবিবার কণিকার দ্বিতীয়বার পরীক্ষা হয়, এবং সেখানেও রেজ়াল্ট পজ়িটিভ আসে । হাসপাতালের ডিরেক্টর প্রফেসর R.K.ধীমান জানিয়েছেন যে, অন্তত দু'টো রিপোর্টে যদি রেজ়াল্ট নেগেটিভ না আসে, তাহলে চিকিৎসা চালিয়ে যেতে হবে কণিকার ।
তবে আশার খবর এটাই যে, কণিকার বন্ধু ওজাসের রিপোর্ট প্রথমবারেই নেগেটিভ এসেছে । মুম্বইয়ের উদ্য়োগপতি ওজাসকে বেশ কয়েকদিন ধরেই খুঁজছিল লক্ষ্ণৌ পুলিশ । সন্দেহ করা হয়েছিল যে তাঁর শরীরেও দানা বেঁধেছে এই জীবাণু ।
ওজাস নিজের সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে, মুম্বইয়ের কস্তুরবা হসপিটাল ফর ইনফেকশস ডিজ়িজ়েস (Kasturba Hospital for Infectious Diseases)-এ তিনি COVID -19 পরীক্ষা করিয়েছেন এবং সেই রিপোর্ট নেগেটিভ এসেছে । টেস্ট রিপোর্টের কপিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ওজাস ।
শুধু ওজাসই নন, লন্ডন থেকে ফেরার পর কণিকার সংস্পর্শে আসা প্রত্যেকেরই চেক-আপ করানো হয়েছে । আর প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে । এটা খুব বড় একটা রিলিফ, কারণ কণিকা একাধিক রাজনীতিবিদ ও সমাজকর্মীর সঙ্গে দেখা করেছিলেন মার্চ মাসের মাঝামাঝি সময়ে ।