মুম্বই : এখনও কণিকার শরীরে বাসা বেঁধে আছে কোরোনার জীবাণু । পঞ্চমবার টেস্ট করার পরেও মিলল COVID 19-এর অস্তিত্ব । চিন্তিত হলেও SGPGIMS-এর ডাক্তাররা ঠান্ডা মাথায় সামলাচ্ছেন কেসটা, আশাবাদী তাঁরা ।
প্রতিষ্ঠানের ডিরেক্টর R K ধীমান জানিয়েছেন যে, এমনিতে ভালোই আছেন কণিকা । চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন তিনি । খাবারও ঠিক মতো খাচ্ছেন কণিকা, তাই তাঁকে খুব অসুস্থ বলা ঠিক নয় বলেই দাবি ধীমানের । বিভিন্ন সংবাদমাধ্যমের রং চড়ানো খবরে কান না দিতে বলেছেন ধীমান ।