পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাচ্চাদের মিস করছেন কণিকা - kanika kapoor children

লক্ষ্ণৌতেই কোয়ারেন্টাইনে রয়েছেন কণিকা কাপুর । কাছে নেই বাচ্চারা । তাদের খুব মিস করছেন মা কণিকা ।

Kanika Kapoor shares photo of her three children
Kanika Kapoor shares photo of her three children

By

Published : May 4, 2020, 7:56 PM IST

লক্ষ্ণৌ : কয়েকদিন আগে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর । আপাতত লক্ষ্ণৌতে বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি । তবে একইসঙ্গে মিস করছেন তাঁর তিন সন্তানকে, যারা এখন গায়িকার কাছে নেই ।

কণিকার তিন সন্তান আয়ানা, সামারা আর যুবরাজ । তাদের একটি থ্রোব্যাক ছবি দিয়েছেন কণিকা ।

ক্যাপশনে লিখেছেন, "তোমাদের খুব মিস করছি.." সঙ্গে একটি উক্তিও শেয়ার করেছেন কণিকা, যেখানে লেখা "তোমার কাছে যা আছে, তা যদি ভালোবাস, তাহলে তোমার কাছে সব আছে ।"

দেখে নিন কণিকার পোস্ট...

কোরোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোরোনা মুক্ত কণিকা । তবে কিছু রক্তে হিমোগ্লোবিন কম থাকার কারণে এখনই সেটা করতে পারবেন না তিনি, জানিয়েছিলেন কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর MLB ভাট । তবে অপেক্ষায় আছেন কণিকা ।

ABOUT THE AUTHOR

...view details