লক্ষ্ণৌ : কণিকা কাপুরকে নিয়ে খবরের শেষ নেই । কোরোনা আক্রান্ত হওয়ার পর বারবার আক্রমণ করা হয়েছে গায়িকাকে । FIR হয়েছে তাঁর বিরুদ্ধে । আর এখন কোরোনামুক্ত হওয়ার পর তাঁর বাড়িতে না থাকা নিয়ে ছড়াচ্ছে অনেক গুজব । জবাব দিলেন কণিকা ।
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি । লিখেছেন, "জানি আমায় নিয়ে অনেক গল্প তৈরি হচ্ছে । আমি চুপ রয়েছি বলে অনেকে আরও বেশি করে গুজব ছড়াচ্ছেন । আমি ভুল বলে চুপ করে থাকিনি, বরং আমি চেয়েছিলাম সত্যিটা সামনে আসুক আর মানুষ নিজেই তাদের ভুল বুঝতে পারুক ।"