লখনউ : অবশেষে কিছুটা হলেও স্বস্তি । ষষ্ঠ রিপোর্ট নেগেটিভ এল কোরোনা আক্রান্ত কণিকা কাপুরের । যদিও এখনও পর্যন্ত হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে । চলছে চিকিৎসা । বাকি রয়েছে আরও কিছু পরীক্ষা । সেগুলি যদি ঠিক থাকে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানা গিয়েছে ।
9 মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা । বিমানবন্দরে তাঁর স্ক্যানিংও হয় । কিন্তু, সেখানে কোনও কিছু ধরা পড়েনি । যদিও অনেকের অভিযোগ, বিমানবন্দরে স্ক্যানিং করেননি কণিকা । সেই অভিযোগ অস্বীকার করেন তিনি ।
এদিকে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে না গিয়ে বন্ধুদের পার্টিতে যোগ দেন কণিকা । তাঁর বন্ধুরা ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলা । দেশে ফেরার পর তিনি তিনটি পার্টিতে যোগ দিয়েছিলেন বলে জানান তাঁর বাবা । যদিও তা অস্বীকার করে কণিকা জানিয়েছিলেন যে একটি ছোটো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি । এর চারদিন পর হঠাৎই তাঁর জ্বর-সর্দি হয় । সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি । পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত ।
তারপর থেকেই লখনউ-এর একটি হাসপাতালে ভরতি ছিলেন কণিকা । সেখানেই চলছিল তাঁর চিকিৎসা । নিজেদের সাধ্যমতো চেষ্টা করছিলেন চিকিৎসকরা । কিন্তু, পঞ্চমবার পরীক্ষার পরও তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এতে ভেঙে পড়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা । যদিও আশা ছাড়েননি চিকিৎসকরা । চালিয়ে গিয়েছেন লড়াই । অবশেষে ষষ্ঠবার পরীক্ষার পর তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ।
এ প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক আরকে ধীমান বলেন, "আপাতত কণিকার শারীরিক অবস্থা স্থিতিশীল । এখন চিন্তার কোনও কারণ নেই ।" সাম্প্রতিক রিপোর্টে খুশি কণিকার পরিবারের সদস্যরা ।