মুম্বই : "আমার Covid-19-এর টেস্ট রেজ়াল্ট পজ়িটিভ এসেছে ।", জানালেন বলিউডের সুপরিচিত গায়িকা কণিকা কাপুর । তিনি আর তাঁর পরিবার এখন লক্ষ্ণৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন ।
10 দিন আগে লন্ডন থেকে ফিরেছেন কণিকা । তখন তাঁকে এয়ারপোর্টে স্ক্যান করা হয়েছিল । তবে কোনও লক্ষণ ধরা পড়েনি । 4 দিন আগে থেকে জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা যেতে শুরু করে । তৎক্ষণাৎ হাসপাতালে ছোটেন গায়িকা ।
নিজেই এই খবর সোশাল মিডিয়ার মাধ্য়মে শেয়ার করেছেন কণিকা । লিখেছেন, "আমি আর আমার পরিবার এখন পুরোপুরি কোয়ারেন্টাইনে রয়েছি । ডাক্তারদের মেডিকেল অ্যাডভাইস নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির হবে ।"
সকলকে সেল্ফ আইসোলেশনে থাকার কথা বলেছেন কণিকা । লিখেছেন, "আমি এমনিতে ঠিক আছি, অল্প টেম্পারেচার রয়েছে । তবে আমাদের এখন নাগরিক হতে হবে, অন্য মানুষদের কথাও ভাবতে হবে । সকলকে বলব সেল্ফ আইসোলেশনে থাকতে ।"
এই নিয়ে উত্তরপ্রদেশে 9 জন কোরোনা আক্রান্তের খবর সামনে এল । তার মধ্যে 4টি ঘটনাই আজ জানা গেছে ।