মুম্বই : কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কণিকা কাপুর । তবে পরিবারের মেডিকেল হিস্ট্রির কারণে তা করতে পারবেন না কণিকা ।
27 এপ্রিল কোরোনা চিকিৎসায় সাহায্যের জন্য প্লাজ়মা দিতে চেয়েছিলেন কণিকা । সেই সময়ে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (KGMU) ভাইস চ্যান্সেলর MLB ভাট জানান যে, কণিকার রক্ত পরীক্ষা করা হয়েছে এবং রেজ়াল্ট পজ়িটিভ এসেছে । তবে রক্তে হিমোগ্লোবিন কম থাকায় তখন রক্ত নেওয়া যায়নি ।