পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা চিকিৎসায় প্লাজ়মা দান করতে পারবেন না কণিকা - কণিকা কাপুরের খবর

কোরোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজ়মা দান করতে পারবেন না কণিকা কাপুর । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

kanika kapoor plasma donation
kanika kapoor plasma donation

By

Published : May 13, 2020, 9:03 PM IST

মুম্বই : কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজ়মা দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কণিকা কাপুর । তবে পরিবারের মেডিকেল হিস্ট্রির কারণে তা করতে পারবেন না কণিকা ।

27 এপ্রিল কোরোনা চিকিৎসায় সাহায্যের জন্য প্লাজ়মা দিতে চেয়েছিলেন কণিকা । সেই সময়ে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (KGMU) ভাইস চ্যান্সেলর MLB ভাট জানান যে, কণিকার রক্ত পরীক্ষা করা হয়েছে এবং রেজ়াল্ট পজ়িটিভ এসেছে । তবে রক্তে হিমোগ্লোবিন কম থাকায় তখন রক্ত নেওয়া যায়নি ।

সাম্প্রতিক খবর অনুযায়ী, পরিবারের মেডিকেল হিস্ট্রি দেখে কণিকার প্লাজ়মা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন KGMU-র ডাক্তাররা । তবে জটিলতাটা ঠিক কোন জায়গায় সেটা মিডিয়ার সামনে প্রকাশ করতে চাননি তাঁরা ।

.

কণিকার প্লাজ়মা নিয়ে রিসার্চ করার একটা সুযোগ থাকলেও, কোরোনার চিকিৎসায় তা ব্যবহারের কোনও জায়গা নেই, জানালেন KGMU-র ডিপার্টমেন্ট অফ ট্রান্সফিউশন মেডিসিনের হেড ডাক্তার তুলিকা চন্দ্র ।

এই বিষয়ে কণিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details