পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গুপ্তচর কঙ্গনা? - Bollywood star

ক্যারিয়ারের শুরুতে টাইপকাস্টের শিকার হয়েছিলেন কঙ্গনা। অভিনেত্রী নিজেই বলেছিলেন, "আমায় দেখলেই পাগল বা হতাশাগ্রস্থের চরিত্র মাথায় আসে পরিচালকের। কেন এটা হয় জানি না।" তবে 'তনু ওয়েডস মনু' করার পর থেকেই তাঁর ভার্সেটিলিটির সঙ্গে পরিচিত হন দর্শক। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি।

কঙ্গনা রানাওয়াত

By

Published : Jul 22, 2019, 8:41 PM IST

মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির পর কঙ্গনার পরবর্তী ছবির নাম 'ধাকড়'। সেখানে এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। ছবির পরিচালক রজনীশ রেজ়ি ঘাই।

IANS-কে কঙ্গনা বলেন, "'ধাকড়' একটি অ্যাকশন ফিল্ম আর খুব বড় একটা ফিল্ম। হিন্দি ফিল্মের দুনিয়ায় একেবারে অনাবিষ্কৃত একটি জঁরে আমরা প্রবেশ করতে চলেছি এই ছবির মাধ্যমে। এটা একটা থ্রিলার, বলতে গেলে একটা স্পাই থ্রিলার।"

ধাকড়-এর পোস্টার...

নিজের চরিত্র নিয়েও খোলসা করে বলেন কঙ্গনা। তিনি বলেন, "ছবিতে আমার নাম অগ্নি আর আমি একটি স্পাইয়ের চরিত্রে অভিনয় করছি।"



ভারত ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে 'ধাকড়'-এর শুটিং হবে।

ABOUT THE AUTHOR

...view details