মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির পর কঙ্গনার পরবর্তী ছবির নাম 'ধাকড়'। সেখানে এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। ছবির পরিচালক রজনীশ রেজ়ি ঘাই।
IANS-কে কঙ্গনা বলেন, "'ধাকড়' একটি অ্যাকশন ফিল্ম আর খুব বড় একটা ফিল্ম। হিন্দি ফিল্মের দুনিয়ায় একেবারে অনাবিষ্কৃত একটি জঁরে আমরা প্রবেশ করতে চলেছি এই ছবির মাধ্যমে। এটা একটা থ্রিলার, বলতে গেলে একটা স্পাই থ্রিলার।"