পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লোকে ভাবে আমার বাড়িতে কালা জাদু হয় : দুঃখপ্রকাশ কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক । তিনি কখন কী বলে দেবেন, সেই নিয়ে তটস্থ থাকেন সাংবাদিকরা । তবে কঙ্গনা আসলে সেরকম নন, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তিনি একটা শান্তিপূর্ণ জীবন চান । সম্প্রতি একটি প্রোমোশনাল ইভেন্টে এসে কঙ্গনা এমনই বললেন ।

Kangna Ranaut on people's perception
Kangna Ranaut on people's perception

By

Published : Jan 24, 2020, 2:06 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটা ধারণা হয়ে গেছে মানুষের মধ্য়ে । সবাই ধরে নিয়েছে যে তিনি সমস্যা সৃষ্টি করতে ভালোবাসেন, বিতর্ক তৈরি করতে ভালোবাসেন, কারো উপর ব্যক্তিগত আক্রমণ করতে ভালোবাসেন । প্রতিদিনই সংবাদমাধ্য়মে তাঁকে নিয়ে তৈরি হয় বিতর্কিত আর্টিকল । এই পুরো ব্যাপারটা নিয়ে ভীত কঙ্গনা । 'পাঙ্গা'-র প্রোমোশনে এসে মিডিয়ার সামনে দুঃখপ্রকাশ করলেন অভিনেত্রী ।

কঙ্গনা বলেন, "আমরা সবসময়ে একটা ভয়ের মধ্যে বাঁচি । একটা সময় গেছে যখন মানুষ ভাবত যে আমার বাড়িতে কালো দেওয়ালে কালো পরদা ঝোলে, সেখানে কালো জাদু হয় । তখন আমার দিদি ঠিক করে নেয় যে, সারা পৃথিবীকে দেখাবে আমি আসলে কীরকম । ও টুইটারে পোস্ট করতে থাকে আমি কখন কোথায় যাই, কী খাই সমস্ত ।"

তিনি আরও বলেন, "আমি যেই প্ল্যাটফর্মেই যাই, সেখানেই আমায় নিজেকে ডিফেন্ড করতে হয় । জীবনটা খুব কঠিন হয়ে যায় । সেটা খুবই ভয়ের । ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে কি এটা হয় ? হয় না । যারা বাইরে থেকে এসেছেন, তাঁদেরই এভাবে দেখা হয় ।"

শুনে নিন কঙ্গনার পুরো বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details