মুম্বই : 'থালাইভি'-র জন্য 20 কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । কঠিন ছিল, তবে করে দেখিয়েছেন অভিনেত্রী । আর কাজ হয়ে যাওয়ার পর সেই ওজন কমাতেও দেরি নেই তাঁর ।
কঙ্গনা নিজে ইনস্টাগ্রামে না থাকলেও তাঁর টিম রীতিমতো অ্যাক্টিভ সেখানে । তারাই একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে কঙ্গনাকে ওয়ার্কআউট করতে দেখা গেছে । নিজের মানালির বাড়িতে ট্রেনারের সঙ্গে চলছে লম্ফঝম্প । একা নন, কঙ্গনার বোনপোকেও সঙ্গ দিতে দেখা গেল রীতিমতো ।