মুম্বই : বিতর্কিত সাম্প্রদায়িক টুইট করায় রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে । একটি বিশেষ গোষ্ঠীর মানুষকে গুলি করে মেরে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু, দিদির বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে তাঁকে সমর্থন করলেন কঙ্গনা রানাওয়াত । আর এতেই চটেছেন নেটিজেনরা ।
কঙ্গনা জানিয়েছেন যে, রঙ্গোলি কখনই কোনও বিশেষ গোষ্ঠীর সমস্ত মানুষকে মারার কথা বলেননি । তিনি সেই সমস্ত মানুষদের মারার কথা বলেছেন, যারা ডাক্তার বা পুলিশদের কাজে বাধা সৃষ্টি করছেন ।
রঙ্গোলি আসলে কী বলতে চেয়েছিলেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন । তবে দেশজুড়ে অনেক মানুষই তাঁর সেই টুইটের বিরুদ্ধে । আর সেই কারণেই, কঙ্গনা যখন রঙ্গোলির সমর্থনে এগিয়ে এলেন, তখন নেটিজেনদের ক্ষোভ গিয়ে পড়ল অভিনেত্রীর উপর ।