মুম্বই : কোরোনার সংক্রমণ এড়ানোর জন্য বিভিন্ন সময় প্রয়োজনীয় সামাজিক বার্তা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত । তবে নিজের বলা কথা নিজেই অমান্য করলেন অভিনেত্রী । বাড়িতে বাইরের বন্ধুদের ডেকে এনে জন্মদিন সেলিব্রেট করলেন কঙ্গনা । শুধু তাই নয়, ঘনিষ্ঠ অবস্থায় ছবিও তুললেন তাদের সঙ্গে । কোরোনার সংক্রমণ এড়াতে যেখানে সবার মধ্যে একটা দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কাউকে না ছোঁয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সেখানে কঙ্গনা এমন কাজ করলেন কী করে ? সমালোচনায় নেটিজেনরা ।
কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন । সেখানে রঙ্গোলির ছাড়াও আর চার বন্ধুর উপস্থিতি দেখা গেছে, যারা তাঁদের পরিবারের কেউ নন । একসঙ্গে গায়ে গা লাগিয়ে শ্যাম্পেন সেলিব্রেশনে মজেছেন সবাই । মানালীর বাড়িতে আইসোলেশনে থাকাকালীন কী করে বাইরের লোককে অ্যালাও করলেন কঙ্গনা ? প্রশ্ন সমালোচকদের ।