পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে জন্মদিনের পার্টি, সমালোচিত কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের জন্মদিন

কোরোনার সংক্রমণ এড়াতে সোশাল ডিসট্যান্সিং অভ্যেস করছেন সবাই । তারই মধ্যে বাড়িতে বন্ধুদের ডেকে এনে জন্মদিন সেলিব্রেট করলেন কঙ্গনা রানাওয়াত । আর তারপরই নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেত্রী ।

Kangna Ranaut birthday celebration
Kangna Ranaut birthday celebration

By

Published : Mar 25, 2020, 8:27 AM IST

মুম্বই : কোরোনার সংক্রমণ এড়ানোর জন্য বিভিন্ন সময় প্রয়োজনীয় সামাজিক বার্তা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত । তবে নিজের বলা কথা নিজেই অমান্য করলেন অভিনেত্রী । বাড়িতে বাইরের বন্ধুদের ডেকে এনে জন্মদিন সেলিব্রেট করলেন কঙ্গনা । শুধু তাই নয়, ঘনিষ্ঠ অবস্থায় ছবিও তুললেন তাদের সঙ্গে । কোরোনার সংক্রমণ এড়াতে যেখানে সবার মধ্যে একটা দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কাউকে না ছোঁয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সেখানে কঙ্গনা এমন কাজ করলেন কী করে ? সমালোচনায় নেটিজেনরা ।

কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন । সেখানে রঙ্গোলির ছাড়াও আর চার বন্ধুর উপস্থিতি দেখা গেছে, যারা তাঁদের পরিবারের কেউ নন । একসঙ্গে গায়ে গা লাগিয়ে শ্যাম্পেন সেলিব্রেশনে মজেছেন সবাই । মানালীর বাড়িতে আইসোলেশনে থাকাকালীন কী করে বাইরের লোককে অ্যালাও করলেন কঙ্গনা ? প্রশ্ন সমালোচকদের ।

রঙ্গোলি ক্যাপশনে কিছুটা গা বাঁচাতে চেয়েছেন । লিখেছেন, "আমরা সবাই একই বাড়িতে রয়েছি । তাই টেকনিকালি আমরা সবাই মিলে আইসোলেশনে আছি ।" যদি এটা ধরে নেওয়া হয় যে, ভিডিয়োর মানুষগুলো একই বাড়িতে আইসোলেশনে রয়েছেন, তাহলেও একটা প্রশ্ন থেকেই যায় নেটিজেনদের মনে..এত ঘনিষ্ঠ ভাবে থাকলে আইসোলেশনের কী মানে ?

যদিও এই প্রসঙ্গে রঙ্গোলি কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও অবধি । তবে তাঁর সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি প্রমাণ করে দেয় যে, খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেবেন কঙ্গনার দিদি কাম ম্যানেজার ।

দেখে নিন ভিডিয়োটি...

ABOUT THE AUTHOR

...view details