পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেপোটিজ়ম বিতর্কে সরগরম কঙ্গনা-করিনা তরজা - কঙ্গনা রানাওয়াতের খবর

নেপোটিজ়ম বিতর্কে এবার মুখোমুখি কঙ্গনা রানাওয়াত আর করিনা কাপুর । অবশ্যই ভার্চুয়ালি । তথাকথিত 'নেপো কিড' করিনাকে সোশাল মিডিয়ায় বিদ্ধ করলেন কঙ্গনা ।

kangna slams kareena
kangna slams kareena

By

Published : Aug 5, 2020, 1:34 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের জন্য জাস্টিসের কথা বলতে গিয়ে কঙ্গনা রানাওয়াত বারবার টেনে এনেছেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্ষোভ এবং অপমানের কথা । করিনার বিরুদ্ধে করা ছ'টি প্রশ্নের মধ্যেও রয়েছে কঙ্গনার নিজের প্রসঙ্গ ।

তথাকথিত 'নেপো কিড' হলেও করিনা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ইন্ডাস্ট্রিতে । তিলে তিলে গড়ে তুলেছেন তাঁর ক্যারিয়ার । কিন্তু, সেসবের তোয়াক্কা করলেন না কঙ্গনা । সাফ বললেন যে, অযোগ্য মানুষ সাফল্য পেলে বলিউড ধীরে ধীরে "বুলিউড"-এ পরিণত হয় । তাহলে কি করিনাকে "অযোগ্য" বলার চেষ্টা করলেন কঙ্গনা ?

কঙ্গনার তোলা অন্য প্রশ্নগুলোও দেখে নেওয়া যাক...

.

সম্প্রতি নেপোটিজ়ম প্রসঙ্গে করিনা নিজের মত প্রকাশ করেছিলেন এক সংবাদমাধ্যমে । করিনা বলেছিলেন যে, শুধুমাত্র নেপোটিজ়মের উপর নির্ভর করে দুই দশক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতেন না তিনি । অর্থাৎ প্রতিভার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছিলেন বলিউডের 'বেবো' ।

আর তাঁর এই মন্তব্যের পরই কঙ্গনা পালটা দেন সোশাল মিডিয়ায় । যদিও করিনা এই সব প্রশ্নের উত্তর দেননি ।

ABOUT THE AUTHOR

...view details