পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অডিয়ো মেসেজের মাধ্যমে প্রেসের কাছে ক্ষমা চেয়েছেন কঙ্গনা : একতা কাপুর - jaipur

একতা কাপুরের কাছে পুরো ঘটনা জানার পর সাংবাদিকদের অডিয়ো মেসেজ পাঠিয়ে ক্ষমা চাইলেন বলিউড কুইন । অনুরোধ করলেন আন্দোলন তুলে নেওয়ারও ।

একতা কাপুর

By

Published : Jul 19, 2019, 3:08 PM IST

Updated : Jul 19, 2019, 3:24 PM IST

জয়পুর : টিভি সিরিয়াল ও ফিল্ম প্রযোজক একতা কাপুর আজ জয়পুর পৌঁছেছেন । সেখানে জয়পুরের মন্দিরে তাঁর পরবর্তী ছবি 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র জন্য পুজো দিলেন একতা । সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথাও বললেন তিনি ।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় একতাকে । উত্তরে তিনি বলেন, "আমি কঙ্গনাকে ফোন করে পুরো ঘটনা বলেছিলাম । তারপর সে একটা অডিয়ো মেসেজের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন ।"

সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য জয়পুরের প্রেস ক্লাব কঙ্গনাকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছিল । এরপর কঙ্গনা অডিয়ো মেসেজের মাধ্যমে জয়পুর প্রেস ক্লাবের কাছে ক্ষমা চান কঙ্গনা ।

ভিডিয়োয় শুনুন একতা কাপুরের বক্তব্য

প্রেস ক্লাবের সদস্য অভয় জোশী বলেন, "ছবি নির্মাতা একতা কাপুর পুরো ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । কঙ্গনার বোন রঙ্গোলীও ফোন করে প্রেস ক্লাবের কাছে ক্ষমা চেয়েছেন ।"

ক্ষমা চেয়ে কঙ্গনা প্রেস ক্লাবের কাছে তাদের আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেছেন । জয়পুর মিডিয়ার প্রশংসাও করেন কঙ্গনা । বলিউড কুইনের ক্ষমা চাওয়ার পর প্রেস ক্লাব ও সাংবাদিকরা তাঁদের আন্দোলন তুলে নেবেন বলেও ঘোষণা করেছেন ।

Last Updated : Jul 19, 2019, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details