পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক", কেন্দ্রের কাছে আবেদন কঙ্গনার - kangana slams karan

টুইটারে কঙ্গনা লেখেন, "ভারত সরকারের কাছে অনুরোধ করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বলেছিলেন । সুশান্তের ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন । উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । আর এখন আমাদের বাহিনীর বিরুদ্ধে সিনেমা তৈরি করছেন ।"

োে্
োে্

By

Published : Aug 18, 2020, 6:57 PM IST

মুম্বই : 'গুঞ্জন সাক্সেনা'-র জন্য আরও একবার করণ জোহরকে কটাক্ষ করলেন কঙ্গনা রানাওয়াত । করণের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই করণকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কঙ্গনা । একাধিকবার করণের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি । এমনকী, সুশান্তের মৃত্যুর জন্য করণকেই দায়ি করেন । আর এবার 'গুঞ্জন সাক্সেনা'-র জন্য ফের কঙ্গনার কটাক্ষের মুখে পড়লেন পরিচালক ।

কয়েকদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'গুঞ্জন সাক্সেনা'। সেখানে একজন মহিলা পাইলটের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর । প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । তবে এই ছবিতে ভারতীয় বায়ুসেনাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে । এই দাবি তুলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকে চিঠি পাঠানো হয়েছে বায়ুসেনার তরফে । তারপর ছবির স্ক্রিনিং বন্ধ করতে বলা হয় জাতীয় মহিলা কমিশনের তরফেও । ছবিটি প্রযোজনা করেছে করণের সংস্থা ধর্মা প্রোডাকশন । আর সেই কারণেই কঙ্গনার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে ।

টুইটারে কঙ্গনা লেখেন, "ভারত সরকারের কাছে আবেদন করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বলেছিলেন । সুশান্তের ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন । উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । আর এখন আমাদের বাহিনীর বিরুদ্ধে সিনেমা তৈরি করছেন ।"

তবে এটাই প্রথম নয় । এর আগেও এই ছবির জন্য কঙ্গনার কটাক্ষের মুখে পড়েছিলেন করণ । কয়েকদিন আগে করণকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন তিনি । লেখেন, "করণ জোহরের জন্য একটি কবিতা...আমাদের জাতীয়তাবোধের দোকান চালাতে হবে কিন্তু দেশভক্তি দেখানো যাবে না । পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ছবি অনেক টাকা কামায়, আমরাও বানাব কিন্তু সেখানে ভিলেনও একজন হিন্দুস্তানি । এখন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গও চলে এসেছে , তুমি কখন বুঝবে করণ জোহর যে একজন সৈন্য একজন সৈন্যই হয় ।" তবে এখনও পর্যন্ত এনিয়ে কোনও পালটা মন্তব্য করেননি করণ ।

ABOUT THE AUTHOR

...view details