মুম্বই : কয়েদিক আগেই মানালিতে নিজের বাড়ি থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন কঙ্গনা রানাওয়াত । এরপরই গতকাল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে সম্পূর্ণ মারাঠি অবতারে পুজো দিতে যান । তারপর সেই ছবি পোস্ট করে মুম্বইকে "ভালোবাসার শহর" বলে উল্লেখ করেন তিনি । এর প্রেক্ষিতেই এবার নাম না করে তাঁকে কটাক্ষ করলেন উর্মিলা মাতোন্ডকর ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রি ও শিবসেনার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা । এমনকী, মুম্বইকে "পাকিস্তান অধিকৃত কাশ্মীর" বলেও উল্লেখ করেছিলেন তিনি । টুইট করে কঙ্গনা লিখেছিলেন, "শিবসেনা নেতা সঞ্জয় রাউত আমায় খোলাখুলি হুমকি দিচ্ছেন আর মুম্বই ফিরতেও বারণ করছেন । কেন মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে মনে হচ্ছে ?" এই টুইট নিয়ে মহারাষ্ট্রবাসীর সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা ।
তারপর অবশ্য জল গড়িয়ে যায় আরও অনেক দূর । বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ভেঙে দেওয়া হয়েছিল কঙ্গনার পালি হিলসের অফিস । তারপর ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন কঙ্গনা । যদিও সেই মামলায় জোর ধাক্কা খায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । অসৎ উদ্দেশ্যেই কঙ্গনার অফিস ভাঙা হয়েছিল বলে হাইকোর্টের পর্যবেক্ষণ ।
হাইকোর্টের জেতার পর সম্প্রতি দিদি রঙ্গোলি চান্দেলকে নিয়ে মুম্বইতে পা রাখেন কঙ্গনা । এমনকী, পুজো দিতে যান সিদ্ধিবিনায়ক মন্দিরে । আর সেই ছবি টুইটারে শেয়ার করে তিনি লেখেন, "আজ আমি মুম্বা দেবী ও সিদ্ধিবিনায়কজির মন্দিরে গিয়েছিলাম তাঁদের আশীর্বাদ নিতে । ভালোবাসার এই শহরে ফিরে এখানকার মানুষের থেকে যে ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তাতে আমি আপ্লুত । আমি নিজেকেই সুরক্ষিত বলে মনে করছি ।"
আর এই টুইট প্রকাশ্যে আসার পরই নাম না করে কঙ্গনাকে কটাক্ষ করেন উর্মিলা । পালটা টুইট করে তিনি লেখেন, "মুম্বই ভালোবাসার শহর ! বোন তোমার কি মাথায় সমস্যা হয়েছে...?" যদিও এখনও পর্যন্ত উর্মিলার এই টুইটের কোনও উত্তর দেননি কঙ্গনা ।