পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জয়ললিতার ভূমিকায় কঙ্গনা রানাওয়াত - Bollywood

অভিনেত্রী থেকে রাজনৈতিক ব্য়ক্তিত্ব, পরে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার জার্নি। এবার পরদায় আসছে তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। আর সেই বায়োপিকেই 'আম্মা'-র চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিন্দিতে ছবির নাম 'জয়া'। তামিল, তেলুগু ও হিন্দিতে আসছে ছবিটি।

সংগৃহীত ছবি

By

Published : Mar 23, 2019, 1:03 PM IST

আজ কঙ্গনার জন্মদিন উপলক্ষ্যে ছবির নির্মাতাদের তরফে বিবৃতি দিয়ে জানান হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জয়ললিতার ৭১তম জন্মদিনে তাঁর বায়োপিক তৈরির ঘোষণা করেন প্রযোজক বিষ্ণু ইন্দুরী ও পরিচালক বিজয়। এই প্রসঙ্গে বিজয় বলেন, "যখন প্রযোজক বিষ্ণু ইন্দুরী আমাকে ছবিটি পরিচালনা করার প্রস্তাব দেব, তখন আমার উচ্ছ্বাসের থেকে বেশি একটা দায়িত্ববোধের কথা মনে হয়েছিল। গল্পটা একজন অ্যাচিভারের। গল্পটা একজন মহিলার পুরুষশাসিত জগতে নিজের জায়গা তৈরি করার। এটা সততার সঙ্গে বলতে হবে।"

জানা গেছে, হিন্দিতে ছবিটির নাম 'জয়া'। তবে তামিল ও তেলুগুতে ছবিটির নাম 'থালাইভি' রাখা হয়েছে। বিজয় আরও জানিয়েছেন যে ৯ মাসের গবেষণার পর ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

যদিও জয়ললিতাকে নিয়ে আরও একটি ছবি তৈরি হচ্ছে। সেই ছবির নাম 'দা আয়রন লেডি'। ছবিটি পরিচালনা করছেন এ প্রিয়দর্শনি। এই ছবিটিও তামিল, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন নিত্যা মেনন।

ABOUT THE AUTHOR

...view details