পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তাপসী থেকে স্বরা, সবাই নাকি কঙ্গনার 'সস্তা কপি'... - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াত নিজেকে বলিউডের 'কুইন' ঘোষিত করেছেন । নিজের কথায়বার্তায় সবসময় এই তকমাকে জাস্টিফাই করেন তিনি । আর সঙ্গে এটাও মনে করেন যে, বলি ইন্ডাস্ট্রির সব অভিনেত্রী তাঁকে নকল করে এবং তাঁর 'সস্তা কপি' ।

kangana ranaut teases swara bhaskar
kangana ranaut teases swara bhaskar

By

Published : Jan 24, 2021, 8:40 PM IST

মুম্বই : তাপসী পান্নুকে কঙ্গনা রানাওয়াতের সস্তা কপি বলেছিলেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল । তখন রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল । সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করার পর এখন কঙ্গনাই দাপাচ্ছেন সেখানে । প্রতিদিন তিনি নতুন নতুন পন্থা খুঁজে নিচ্ছেন সহকর্মীদের অপমান করার ।

কঙ্গনার সঙ্গে তাঁর অনুরাগীরাও এই কর্মকাণ্ডে সামিল । সম্প্রতি স্বরা ভাস্করের একটি ছবির সঙ্গে কঙ্গনার পুরোনো একটি ফোটোশুটের তুলনা করে এক কঙ্গনা-ফ্যান লেখেন, 'কঙ্গনা ক্লাস আর স্বরা ক্রাস' । অর্থাৎ কঙ্গনা হলেন ক্লাস অভিনেত্রী আর তাঁকে নকল করা স্বরা হলেন নির্বোধ ।

ফ্যানের এমন পোস্ট দেখে কিন্তু বেশ মজা পেয়েছেন কঙ্গনা । বিষয়টিকে চাপা দেওয়ার পরিবর্তে উশকে দিয়ে অভিনেত্রী লিখেছেন, "এসব কী হচ্ছে ? কথাটা কি সত্যি স্বরা ?"

তবে কঙ্গনার এই মজায় কোনও পাত্তা দেননি স্বরা । তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি পোস্টটিতে । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details