পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেপোটিজ়মের থেকেও খারাপ কী ? কঙ্গনার উত্তরে অবাক হবেন - undefined

'তেজস'-এর শুটিং করতে গিয়ে দিনরাত পরিশ্রম করছেন কঙ্গনা । রাত জেগে কাজ করতে হচ্ছে তাঁকে, শুটিং ফ্লোরেই হচ্ছে রাত্রি যাপন । আর এটাই সহ্য করতে পারছেন না অভিনেত্রী ।

kangana ranaut night shif
kangana ranaut night shif

By

Published : Jan 18, 2021, 4:01 PM IST

Updated : Jan 18, 2021, 5:11 PM IST

মুম্বই : বেশ কয়েকবছর ধরে বলিউডে নেপোটিজ়ম নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত । তবে তার থেকেও ভয়ানক যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছে অভিনেত্রীকে ।

কঙ্গনা লিখেছেন, "নেপোটিজ়ম আর মুভি মাফিয়ার থেকেও সাংঘাতিক ব্যাপার রয়েছে অভিনেতাদের জীবনে । সেটা হল নাইট শিফ্ট ।"

'তেজস'-এর শুটিং করতে গিয়ে দিনরাত পরিশ্রম করছেন কঙ্গনা । রাত জেগে কাজ করতে হচ্ছে তাঁকে, শুটিং ফ্লোরেই হচ্ছে রাত্রি যাপন । আর এটাই সহ্য করতে পারছেন না অভিনেত্রী ।

তিনি লিখেছেন, "যখন সূর্য ওঠার সঙ্গে তোমায় ঘুমোতে যেতে হয়, তোমার বডি ক্লক, তোমার ফুড সাইকেল সবকিছু নষ্ট হয়ে যায় । প্রথম কয়েক রাত্রি আমার ক্ষিদে পাচ্ছে না, আমার পাগল পাগল লাগছে । নতুন সিস্টেমটা শরীরের বুঝতে একটু সময় লাগবে ।"

কঙ্গনার পাইপলাইনে এখন পরপর ছবি । 'ধাকড়', 'থালাইভি', 'তেজস'-এর পর তাঁকে দেখা যাবে 'মণিকর্ণিকা রিটার্নস : দা লেজেন্ড অফ দিদ্দা' ছবিতে । সেটা এখনও আলোচনার স্তরে রয়েছে ।

Last Updated : Jan 18, 2021, 5:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details