মুম্বই : প্রয়াত কম্পোজ়ার-সিঙ্গার ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খান জানিয়েছেন যে, কীভাবে ধর্মান্তরিত হওয়ার জন্য তাঁর শ্বশুরবাড়ির তরফ থেকে জোর করা হয়েছিল তাঁকে । এর জেরে ওয়াজিদের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছিল যে, ডিভোর্সের চাইতে বাধ্য হন তিনি । তবুও মেরুদণ্ড ঝুঁকিয়ে ধর্মান্তরিত হননি, লিখেছেন কমলরুখ ।
কমলরুখের এই পোস্ট দেখে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত । ভারতে যদি সত্যি কোনও সংখ্যালঘু জাতি থেকে থাকে, সেটা পারসি । আর এই পারসি জাতির জন্য সরকার কী করছে ? প্রশ্ন তুলেছেন কঙ্গনা ।