পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে কঙ্গনার ট্রিট থালাইভি ট্রেলার, ফিরল জয়াম্মার স্মৃতি

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বহুপ্রতীক্ষিত ছবি থালাইভির ট্রেলার মুক্তি পেল তাঁর জন্মদিনেই ৷ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ট্রেলার প্রকাশ করেছেন চিত্রনির্মাতারা ৷

thalaivi trailer
ছবি থালাইভি,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

By

Published : Mar 23, 2021, 5:48 PM IST

হায়দরাবাদ, 23 মার্চ : বলিউড 'কুইন'র জন্মদিনেই মুক্তি পেল তাঁর বহু প্রতীক্ষিত ছবি থালাইভির ট্রেলার ৷ আগেই অবশ্য ঘোষণা করে দেওয়া হয়েছিল ট্রেলার মুক্তির তারিখ ৷ এ.এল বিজয় পরিচালিত ও কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবিটি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনচিত্র ৷ তিন মিনিটের ট্রেলারে এই ছবি সম্পর্কে বেশ আশা জাগাচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷

ট্রেলারটির শুরু থেকে শেষ পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে জয়ললিতার অভিনয় জীবন থেকে রাজনৈতিক জগতে আসার একটি সংক্ষিপ্ত যাত্রাকে ৷ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী জয়ললিতা কীভাবে একজন দুঁদে রাজনীতিক হয়ে উঠলেন তারই ধারা বিবরণী রয়েছে ট্রেলারে ৷

প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডেলে ট্রেলারটি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "কঙ্গনা : থালাইভি ট্রেলার কঙ্গনার জন্মদিনে ৷ টিম থালাইভি দুরন্ত ট্রেলারটি প্রকাশ করেছে ৷ জয়ললিতার ভূমিকায় কঙ্গনা এবং এমজিআর-এর ভূমিকায় অরবিন্দ স্বামী রয়েছেন...পরিচালনায় এএল বিজয় ৷" তরণ আদর্শ এটাও নিশ্চিত করেছেন যে, 23 এপ্রিল তিনটি ভাষাতেই মুক্তি পাবে থালাইভি ৷

ছবিটিতে জয়ললিতার চরিত্রটি করার জন্য কঙ্গনা রানাওয়াতকে বাড়াতে হয়েছিল 20 কেজি ওজন ৷ তবে জাতীয় পুরষ্কারজয়ী অভিনেত্রী যে নিজের সবটুকু দিয়ে ছবিটিকে সফল করার চেষ্টা করেছেন তা প্রতিফলিত হয়েছে ছবির ট্রেলারে ৷

ছবিটির ট্রেলার আপাতত তিনটি ভাষাতে মুক্তি পেয়েছে ৷ হিন্দি, তামিল ও তেলুগুতে ৷ এই ছবিটিতে দেখা যাবে অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মাধু ও ভাগ্যশ্রীকে ৷

আরও পড়ুন:34-এ কঙ্গনা, জন্মদিনের টুইটে লিখলেন ভালো থাকার জীবন দর্শন

থালাইভি ছবিটি ভিবরি মোশন দ্বারা উপস্থাপিত ৷ ছবিটির প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং এবং ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন হিতেশ ঠক্কর এবং থিরুমাল রেড্ডি ৷

ABOUT THE AUTHOR

...view details