মুম্বই : ২৬ জুলাই । এই একই দিনে মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি' ও কঙ্গনা রানাওয়াতের 'মেন্টাল হ্যায় ক্যায়া'। আর এই বিষয়কে কেন্দ্র করেই হৃত্বিককে আক্রমণ করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি।
ঘটনার সূত্রপাত ছবি দুটির মুক্তি তারিখ নিয়ে। রঙ্গোলির দাবি, কঙ্গনা একতাকে ছবির মুক্তি পিছনোর আবেদন করেছিলেন। কারণ, একই দিনে হৃত্বিকের ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু, একতা তা শোনেনি।
সম্প্রতি একতা ছবির তারিখ ঘোষণা করে একটি বিবৃতি জারি করেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, তিনি প্রযোজক তাই ছবি কবে মুক্তি পাবে না পাবে সেটা একান্ত তাঁর সিদ্ধান্ত।