মুম্বই, 19 মার্চ : কোনও সংবেদনশীল আলোচনা হবে আর সে বিষয়ে কঙ্গনা মতপোষণ করবেন না এমন হতেই পারে না ৷ বাকস্বাধীনতার পূর্ণ সুযোগকে যেন হাত ছাড়াই করতে চান না বলিউডের এই অভিনেত্রী ৷
দেশের বিভিন্ন প্রান্তে যখন রিপড জিন্সের সমর্থনে এগিয়ে এসেছেন মানুষ, ঠিক তখনই কঙ্গনা রানাওয়াতও নিজের মন্তব্য রেখেছেন সোশাল মিডিয়ায় ৷ আর তাতেই সকলের দৃষ্টি আকর্ষণ করেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত ৷ নিজের কয়েকটি রিপড জিন্সের ফটো শেয়ার করে অভিনেত্রী একাধিক মন্তব্য করেছেন ।
অভিনেত্রী লেখেন, যদি কেউ একান্তই রিপড জিন্স পরতে চান তবে সেই ব্যক্তিকে যেন অবশ্যই আকর্ষণীয় লাগা উচিত ৷ বাস্তুহীন ভিখারি যেন মনে না হয় ৷ এই টুইটের সঙ্গেই তিনি নিজের কিছু রিপড জিন্সের ফটো শেয়ার করে যেন বোঝাতে চেয়েছেন ঠিক কেমন লাগা উচিত মেয়েদের রিপড জিন্সে ৷
এর আগেও রিপড জিন্স নিয়ে সমালোচনার স্বীকার হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী ৷ তবে পুনরায় যে অভিনেত্রী আবারও নিজেকে এই বিষয়ে যে জড়িয়ে ফেলেছেন তা বলাই যায় ৷ এখন দেখার এটাই যে, বিষয়টি কে কিভাবে গ্রহণ করবেন সোশাল মিডিয়ার ইউজ়াররা ৷