মুম্বই : গতকালই কঙ্গনা রানাওয়াতের মুম্বই অফিসে নোটিশ টাঙিয়ে যায় BMC । 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল কঙ্গনার । তা দেননি তিনি । তাই আজই একেবারে দলবল নিয়ে ভাঙা শুরু হয়ে গেল অভিনেত্রীর অফিস । কঙ্গনা প্রতি মুহূর্তের আপডেট দিয়ে যাচ্ছেন সোশাল মিডিয়ায় ।
বিলাসবহুল সেই অফিস তছনছ করে দিল BMC । ঘটনাটি দেখে কঙ্গনার প্রতিক্রিয়া কী ? তাঁর মতে BMC কর্মীরা 'বাবরের সৈন্য' । গণতন্ত্রের মৃত্যু হয়েছে বলে সোশাল মিডিয়া পোস্ট অভিনেত্রীর ।