পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাঙা হল কঙ্গনার অফিস, অভিনেত্রী বললেন "বাবরের সৈন্য"

এক লহমায় তছনছ করা হল কঙ্গনা রানাওয়াতের 48 কোটি টাকার সম্পত্তি । BMC-র উপস্থিতিতে ভাঙা হল তাঁর মুম্বইয়ের অফিস । অভিনেত্রী বললেন, "বাবরের সৈন্য" ।

Kangana Ranaut's office gets demolished by BMC
Kangana Ranaut's office gets demolished by BMC

By

Published : Sep 9, 2020, 12:05 PM IST

মুম্বই : গতকালই কঙ্গনা রানাওয়াতের মুম্বই অফিসে নোটিশ টাঙিয়ে যায় BMC । 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল কঙ্গনার । তা দেননি তিনি । তাই আজই একেবারে দলবল নিয়ে ভাঙা শুরু হয়ে গেল অভিনেত্রীর অফিস । কঙ্গনা প্রতি মুহূর্তের আপডেট দিয়ে যাচ্ছেন সোশাল মিডিয়ায় ।

বিলাসবহুল সেই অফিস তছনছ করে দিল BMC । ঘটনাটি দেখে কঙ্গনার প্রতিক্রিয়া কী ? তাঁর মতে BMC কর্মীরা 'বাবরের সৈন্য' । গণতন্ত্রের মৃত্যু হয়েছে বলে সোশাল মিডিয়া পোস্ট অভিনেত্রীর ।

শুধু তাই নয়, মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলার পর এবার এই শহরকে সরাসরি 'পাকিস্তান'-এর তকমা দিয়ে দিলেন কঙ্গনা ।

আরও লিখলেন, "আমি কখনও ভুল করি না । সেটা আমার শত্রুরাই বারবার প্রমাণ করে দেয় । আর সেই জন্যই মুম্বই আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীর । #deathofdemocracy"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details