মুম্বই : কঙ্গনা রানাওয়াতের মুম্বই ফেরা নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে । একদিকে মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলায় তাঁর উপর ক্ষেপে রয়েছেন মুম্বইয়ের রাজনীতিবিদরা । শিবসেনার সৈনিকরা ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন অভিনেত্রীকে । অন্যদিকে কঙ্গনাও প্রত্যেক বিরোধীকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন সোশাল মিডিয়ায় ।
এই অবস্থায় কঙ্গনাকে Y ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্র । জানতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।
কঙ্গনা লিখেছেন, "এটাই প্রমাণ করে যে, ফ্যাসিবাদী শক্তি কোনও দেশপ্রেমিকের কণ্ঠরোধ করতে পারবে না । ধন্যবাদ অমিত শাহজী । উনি চাইলে আমায় কিছুদিন পর মুম্বই ফেরার পরামর্শ দিতেন । তবে উনি এক ভারতের নারীর আত্মসম্মান বজায় রাখলেন...জয় হিন্দ ।"