পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রতিদিন নতুন মামলায় জেরবার কঙ্গনা, অভিমান 'জাভেদ চাচা'র উপর - কঙ্গনা রানাওয়াতের খবর

প্রতিদিন নতুন একটা করে মামলা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে । তাঁর দাবি যে, এতদিনে সাতশোর বেশি মামলা হয়ে গেছে তাঁর বিরুদ্ধে । তবে যারা 'প্রকৃত' দোষী, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই...ক্ষুব্ধ কঙ্গনা । সঙ্গে একটু অভিমানও রয়েছে জাভেদ আখতারের উপর ।

javed akhtar case against kangana ranaut
javed akhtar case against kangana ranaut

By

Published : Mar 2, 2021, 4:14 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন গীতিকার জাভেদ আখতার । গতকাল অর্থাৎ 1 মার্চ কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত । আজও তাঁর নামে নতুন মামলা দায়ের হয়েছে । সব মিলিয়ে এক অত্যন্ত অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী ।

আজ আবার কীসের মামলা কঙ্গনার বিরুদ্ধে ? তাঁর ভাষায়, 'কৃষি বিলকে সমর্থন করার জন্য' এফ.আই.আর জমা পড়েছে তাঁর বিরুদ্ধে । তবে যারা 'প্রকৃত' দোষী, যারা কৃষি বিল সম্পর্কে 'গুজব' ছড়িয়েছে, তারা কেন ছাড় পাচ্ছে ? প্রশ্ন কঙ্গনার ।

তাঁর অভিমান 'জাভেদ চাচা'-কে নিয়েও । কঙ্গনা লিখলেন, 'জাভেদ চাচা তো মহারাষ্ট্র সরকারের সাহায্যে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ।'

কিন্তু, এত মামলার পরেও কঙ্গনাকে একবারের জন্য থানা বা আদালতে উপস্থিত থাকতে দেখা যায়নি । সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগেও তাঁর বিরুদ্ধে চলছে একাধিক মামলা । তবে তদন্তে সাহায্য করার বদলে সোশাল মিডিয়াতেই বিরোধীতা করে চলেছেন তিনি । এর উত্তরে কী বলবেন কঙ্গনা !

ABOUT THE AUTHOR

...view details