মুম্বই : রানি লক্ষ্মীবাঈয়ের দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল, কঙ্গনা রানাওয়াতের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে । বিদ্রোহী সভরকরকে জেলে পাঠানো হয়েছিল, কঙ্গনাকেও পাঠানোর চেষ্টা চলছে । কঙ্গনার মতে এগুলোই অসহিষ্ণতার উদাহরণ । আমির খানকে তো এসবের কিছুই সহ্য করতে হয়নি, তাহলে তিনি এত বিরক্ত কেন ? প্রশ্ন তুললেন কঙ্গনা ।
কয়েকদিন আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । সেই FIR-এর ভিত্তিতে মুম্বই পুলিশ সমন পাঠিয়েছে অভিনেত্রীকে । এবার শোনা যাচ্ছে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টেও তাঁর নামে এক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ।