পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"উর্মিলা সফট পর্নস্টার হয়ে ভোটের টিকিট পেতে পারে, আমি পারব না ?" - কঙ্গনা রানাওয়াতের খবর

প্রশ্ন তুললেন কঙ্গনা রানাওয়াত । সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের দিকে তোপ দাগলেন রানাওয়াত ।

kangana ranaut against urmila matondkar
kangana ranaut against urmila matondkar

By

Published : Sep 17, 2020, 9:23 AM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে নিজের কিছু মত প্রকাশ করেছিলেন উর্মিলা মাতন্ডকর । তাঁর বক্তব্য ছিল যে, বিজেপি-র টিকিট পাওয়ার জন্য কঙ্গনা এই বিশেষ রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন । উর্মিলার এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী ।

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে এসে উর্মিলাকে ছাড়লেন না কঙ্গনা । তিনি বললেন, "উর্মিলা মাতন্ডকর যেভাবে আমার বিরুদ্ধে কথা বলছেন, সেটা খুবই অপমানজনক । উনি বলছেন যে, আমি বিজেপি-র টিকিট পাওয়ার জন্য এসব করছি ।"

বলে চলেন কঙ্গনা, "আজ আমি চাইলে খুব সহজেই বিজেপি-র টিকিট পেতে পারি । এটা বোঝার জন্য বুদ্ধি লাগে না । শুধুমাত্র একটা টিকিট পাওয়ার জন্য আমি আমার জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেব ? আমার সম্পত্তি নষ্ট হতে দেখব ? এইসব কথাবার্তা মেনে নেওয়া যায় না ।"

উর্মিলা

'রঙ্গীলা' খ্যাত উর্মিলাকে এবার অপ্রত্যাশিতভাবে আক্রমণ করেন কঙ্গনা । বলেন, "উর্মিলাকে তো লোকে তার অভিনয়ের জন্য মনে রাখেনি । উনি তো একজন সফট পর্নস্টার । একজন সফট পর্নস্টার হয়ে উনি যদি টিকিট পেতে পারেন, আমি পারব না ?"

কঙ্গনার এই মন্তব্যে উর্মিলা এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি । তবে নেটিজেনদের অনেকেই তুমুল সমালোচনা করেছেন রানাওয়াতের এই কদর্য মন্তব্যের ।

ABOUT THE AUTHOR

...view details