পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাকিস্তান বিতর্ক : প্রিয়াঙ্কাকে সমর্থন কঙ্গনার - Pakistan Controvercy

কয়েকদিন আগে এক পাকিস্তানি মহিলা প্রিয়াঙ্কা চোপড়াকে বলেছিলেন তিনি যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছেন । এবার পাকিস্তানের মানবধিকার মন্ত্রী তাঁকে পদ থেকে সরানোর জন্য UNICEF-কে খোলা চিঠি পাঠালেন । ঘটনায় প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন বলিউড "কুইন" কঙ্গনা রানাওয়াত ।

প্রিয়াঙ্কাকে সমর্থন কঙ্গনার

By

Published : Aug 22, 2019, 9:21 AM IST

মুম্বই : পুলওয়ামা হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা । দেশবাসী উদযাপন করেছিল দিনটি । সেই আনন্দ টুইটে প্রকাশ করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও । সেই টুইট ঘিরে প্রিয়াঙ্কার সমালোচনা শুরু করে পাকিস্তানিরা । UNICEF-র অ্যাম্বাসেডর পদ থেকে তাঁকে সরানোর জন্য আবেদন করেন পাকিস্তানের মানবধিকার মন্ত্রী । ঘটনার প্রতিবাদে প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ।

UNICEF-র গুডউইল অ্য়াম্বাসেডর হওয়ায় প্রিয়াঙ্কাকে অনেক সমালোচনার মুখোমুখি পড়তে হয় ।

কঙ্গনা এই প্রসঙ্গে বলেন, "এই সিদ্ধান্তে আসা সহজ নয়... যখন আপনি আপনার কর্তব্য ও আবেগের মধ্যে আটকে যান, UNICEF-র একজন গুডউইল অ্যাম্বাসেডর হওয়ায় নিজের পরিচয় একটি রাষ্ট্রের মধ্যে কখনও সীমাবদ্ধ করতে পারবেন না, কিন্তু আমাদের মধ্যে কতজন মনকে ছেড়ে হৃদয়ের কথা শুনি ।"

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরীন মাজ়ারি সহ অনেকে প্রিয়াঙ্কার নিন্দা করেছেন । তাঁরা UNICEF-কে খোলা চিঠি লিখে অভিনেত্রীকে তাঁর পদ থেকে সরানোর জন্য আবেদন করেন ।

প্রিয়াঙ্কা ও কঙ্গনা একসঙ্গে 'ফ্যাশন' ছবিতে অভিনয় করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details