মুম্বই : পুলওয়ামা হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা । দেশবাসী উদযাপন করেছিল দিনটি । সেই আনন্দ টুইটে প্রকাশ করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও । সেই টুইট ঘিরে প্রিয়াঙ্কার সমালোচনা শুরু করে পাকিস্তানিরা । UNICEF-র অ্যাম্বাসেডর পদ থেকে তাঁকে সরানোর জন্য আবেদন করেন পাকিস্তানের মানবধিকার মন্ত্রী । ঘটনার প্রতিবাদে প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ।
UNICEF-র গুডউইল অ্য়াম্বাসেডর হওয়ায় প্রিয়াঙ্কাকে অনেক সমালোচনার মুখোমুখি পড়তে হয় ।