পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ধাকড়'-এর শুটিং করতে মধ্যপ্রদেশে কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

'ধাকড়'-এর শুটিং করতে মধ্যপ্রদেশ পৌঁছলেন কঙ্গনা রানাওয়াত । সেখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ অভিনেত্রী ।

kangana ranaut Dhaakad
kangana ranaut Dhaakad

By

Published : Feb 1, 2021, 7:06 PM IST

মুম্বই : 'ধাকড়'-এর শুটিং করতে মধ্য়প্রদেশে কঙ্গনা রানাওয়াত । একটু গ্রামের দিকে চলছে শুটিং । মেঠো পথ, সোনালি জমি..এসব দেখে মুগ্ধ অভিনেত্রী ।

একটি ছোটো ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "মধ্যপ্রদেশকে দারুণ বললেও কম বলা হবে । এত সুন্দর চারপাশ ! আমার ক্রু মেম্বারদের হ্যালো বলে দাও সবাই ।"

ভিডিয়োটি মধ্যপ্রদেশ টুরিজ়মকে ট্যাগও করেছেন কঙ্গনা । দেখে নিন...

কঙ্গনা রানাওয়াতের নতুন ইন্টারেস্ট অ্যাকশন ফিল্মে । ক্যারিয়ারের শুরুতে তাঁকে বেশিরভাগ ছবিতে মাদকাসক্ত, বিকারগ্রস্ত বা ডিপ্রেশনের রুগীর চরিত্রে দেখা গেছে ।

সেখান থেকে হঠাৎ করে পাশের বাড়ির মেয়েটি হয়ে উঠেছিলেন কঙ্গনা । সিনেমায় তুলে ধরেছিলেন সাধারণ মানুষদের জীবনের নানা চেনা গল্প । আর এখন তাঁকে আরও জোরালো চরিত্রে আবিষ্কার করবে দর্শক ।

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, জয়ললিতার মতো দাপুটে নারীচরিত্র ধারণ করেছেন তিনি । আর 'ধাকড়'-এ এক গুপ্তচর হিসেবে দেখা যাবে কঙ্গনাকে । 2021 সালের 1 অক্টোবর মুক্তি পাবে 'ধাকড়' ।

ABOUT THE AUTHOR

...view details