মুম্বই : অর্ণব গোস্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় সরব কঙ্গনা রানাওয়াত । আর এবার এই গ্রেপ্তারির ঘটনার সঙ্গে সুশান্ত-দিশার মৃত্যুকেও মিলিয়ে দিলেন অভিনেত্রী ।
টুইটারে কঙ্গনা লিখেছেন, "আমরা আন্দাজ করতেই পারি, সুশান্ত আর দিশার হত্যার পিছনে কারা রয়েছে । বলিউডের মাদকচক্র, শিশুপাচারের ব্যবসা, মাফিয়া কালচারের বিরুদ্ধে যারা গলা তুলেছেন, প্রত্যেকের কণ্ঠরোধ করা হয়েছে ।"
দেখে নিন কঙ্গনার পোস্ট...
অর্ণব গ্রেপ্তার হওয়ার দিনই কঙ্গনা একটি ভিডিয়ো শেয়ার করে মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেন যে, পাপ্পু সেনার মতো কাজ করলে তাদের পাপ্পু সেনাই বলা হবে । নিজেদের (কঙ্গনা নিজে ও অর্ণব) "শহিদ" বলে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, একজনকে দমিয়ে দিলে আর একজন ঠিক এগিয়ে আসবে...জিততে পারবেন না সোনিয়া সেনার সদস্যরা ।
শুধু এটুকুই নয়, #ReleaseArnabNow বলে একটি ক্যাম্পেনও শুরু করেছেন কঙ্গনা ।