পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কারা সুশান্ত আর দিশার হত্যা করেছে আন্দাজ করাই যায়" - কঙ্গনা রানাওয়াতের খবর

বললেন কঙ্গনা রানাওয়াত । সুশান্ত সিং রাজপুত ও দিশা সলিয়ানের হত্যার পিছনে কারা রয়েছে তা তিনি ভালোমতোই আন্দাজ করতে পারছেন । যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন, তারাই রয়েছেন এর পিছনে...ধারণা অভিনেত্রীর ।

kangana ranaut supports Arnab Goswami
kangana ranaut supports Arnab Goswami

By

Published : Nov 6, 2020, 12:26 PM IST

মুম্বই : অর্ণব গোস্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় সরব কঙ্গনা রানাওয়াত । আর এবার এই গ্রেপ্তারির ঘটনার সঙ্গে সুশান্ত-দিশার মৃত্যুকেও মিলিয়ে দিলেন অভিনেত্রী ।

টুইটারে কঙ্গনা লিখেছেন, "আমরা আন্দাজ করতেই পারি, সুশান্ত আর দিশার হত্যার পিছনে কারা রয়েছে । বলিউডের মাদকচক্র, শিশুপাচারের ব্যবসা, মাফিয়া কালচারের বিরুদ্ধে যারা গলা তুলেছেন, প্রত্যেকের কণ্ঠরোধ করা হয়েছে ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

অর্ণব গ্রেপ্তার হওয়ার দিনই কঙ্গনা একটি ভিডিয়ো শেয়ার করে মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেন যে, পাপ্পু সেনার মতো কাজ করলে তাদের পাপ্পু সেনাই বলা হবে । নিজেদের (কঙ্গনা নিজে ও অর্ণব) "শহিদ" বলে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, একজনকে দমিয়ে দিলে আর একজন ঠিক এগিয়ে আসবে...জিততে পারবেন না সোনিয়া সেনার সদস্যরা ।

শুধু এটুকুই নয়, #ReleaseArnabNow বলে একটি ক্যাম্পেনও শুরু করেছেন কঙ্গনা ।

ABOUT THE AUTHOR

...view details