মুম্বই : কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কোনও বিষয়ে মতের মিল হচ্ছে না ? তার মানে আপনি দেশদ্রোহী । অন্তত অভিনেত্রী তাঁর টুইটারে রোজ এটাই প্রমাণ করার চেষ্টা করেন ।
কয়েকদিন আগে কৃষক আন্দোলনের সমর্থন করে একটি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । দিলজিতের পাশে দাঁড়িয়েছিলেন চোপড়া । ব্যাস...কঙ্গনার রোষের মুখে পড়ে গেলেন তিনি ।
দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, "যদি সত্যিই কৃষকদের চিন্তা থাকে, যদি সত্যিই মা-দের সম্মান কর, তাহলে কৃষি বিলে কী বলা আছে সেটা অন্তত শোনার চেষ্টা কর ।"
এরপর নিজের স্বভাবসিদ্ধ ভাষায় আক্রমণ করে অভিনেত্রী লিখেছেন, "নাকি শুধু মা-বোন-কৃষকদের ব্যবহার করে দেশদ্রোহীদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও ? বাহ রে দুনিয়া বাহ..."
যদিও কঙ্গনার এই পোস্টের কোনও প্রতিক্রিয়া জানাননি প্রিয়াঙ্কা, তবে তিনি কি চুপ থাকবেন ? দেখা যাক...