মুম্বই : অস্কারের দৌড়ে সামিল হয়েছে মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'। 93তম অস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবি । আর এই খবর ঘোষণার পরই ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানান কঙ্গনা রানাওয়াত । পাশাপাশি এই নিয়ে মুভি মাফিয়াদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ।
টুইটারে কঙ্গনা লেখেন, "ভারতীয় সিনেমা শুধুমাত্র চারটি চলচ্চিত্র পরিবার নয়, মুভি মাফিয়া গ্যাং এখন নিজেদের বাড়িতে লুকিয়ে রয়েছে । আর জুরিরা তাদের কাজ করুক । 'জাল্লিকাট্টু' টিমকে অনেক শুভেচ্ছা ।"
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে মনোনীত করা হয়েছে মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'-কে । ছবিটি পরিচালনা করেছেন লিজো যোসে পেল্লিসেরি । ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে গতকাল একথা ঘোষণা করা হয়েছে ।
এবার অস্কারের মনোনয়নের দৌড়ে সামিল হয়েছিল হিন্দি, ওড়িয়া, মারাঠি সহ একাধিক ভাষার 27টি ছবি । সেই তালিকায় ছিল 'ছলাং', 'শকুন্তলা দেবী', ‘গুঞ্জন সাক্সেনা’, ‘ছপাক’, ‘গুলাবো সিতাবো’, ‘দা স্কাই ইজ় পিঙ্ক’-এর মতো ছবিগুলি । কিন্তু, এই দৌড়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায় 'জাল্লিকাট্টু'। এবার অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবি । 'জাল্লিকাট্টু' তামিলনাড়ুর একটি প্রথা । যেখানে উন্মত্ত ষাঁড়ের সামনে দৌড়াতে থাকে বহু মানুষ । প্রতিবছর এর আয়োজন করা হয়ে থাকে ।
এই বিষয়কে কেন্দ্র করে 'মাওইস্ট' নামে একটি বই লিখেছিলেন হরিশ । সেই বই অবলম্বনেই তৈরি করা হয় ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অ্যান্টনি ভার্গিস, চেম্বন বিনোদ যোসে, সাবুমোন আবদুসামাদ ও সান্থি বালাচন্দ্রন ।
যাই হোক কাজের দিক থেকে এখন জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা । এছাড়াও সর্বেশ মেওয়ারা পরিচালিত 'তেজস' ও 'ধকড়' রয়েছে তাঁর ঝুলিতে । ইতিমধ্যে অ্যাকশন ছবি 'ধকড়'-এর শুটিং শুরু করে দিয়েছেন তিনি ।