মুম্বই : জিয়া খানের মৃত্যু নিয়ে রয়েছে অনেক রহস্য । তারপর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে । জিয়ার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুকে জড়িয়ে অনেকরকম ধারণা তৈরি করেছে মানুষ । তবে কোনওটারই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি । এবার জিয়া আর সুশান্তের সঙ্গে নিজের নামটাও জুড়ে দিলেন কঙ্গনা রানাওয়াত ।
জিয়ার মৃত্যু নিয়ে একটি তথ্যচিত্র শেয়ার করেছেন কঙ্গনা । সেখানে তাঁর দিদিকে বলতে শোনা গেছে, "স্ক্রিপ্ট রিডিং সেশনে ডেকে সাজিদ খান টপ খুলতে বলেছিলেন জিয়াকে । ও বাড়ি এসে কেঁদে ফেলেছিল । কন্ট্র্যাক্টের নামে জিয়ার উপর শারীরিক নির্যাতন করত ওরা ।"