পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ওরা জিয়া আর সুশান্তকে মেরেছে, আমাকেও মারার চেষ্টা করেছে" - কঙ্গনা রানাওয়াতের খবর

ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত । জিয়া খানের মৃত্যু নিয়ে একটা তথ্যচিত্র শেয়ার করে বললেন, "ওরা জিয়া আর সুশান্তকে মেরেছে, আমাকেও মারার চেষ্টা করেছে" ।

kangana ranaut bring back jiah khan's death
kangana ranaut bring back jiah khan's death

By

Published : Jan 19, 2021, 7:24 AM IST

মুম্বই : জিয়া খানের মৃত্যু নিয়ে রয়েছে অনেক রহস্য । তারপর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে । জিয়ার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুকে জড়িয়ে অনেকরকম ধারণা তৈরি করেছে মানুষ । তবে কোনওটারই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি । এবার জিয়া আর সুশান্তের সঙ্গে নিজের নামটাও জুড়ে দিলেন কঙ্গনা রানাওয়াত ।

জিয়ার মৃত্যু নিয়ে একটি তথ্যচিত্র শেয়ার করেছেন কঙ্গনা । সেখানে তাঁর দিদিকে বলতে শোনা গেছে, "স্ক্রিপ্ট রিডিং সেশনে ডেকে সাজিদ খান টপ খুলতে বলেছিলেন জিয়াকে । ও বাড়ি এসে কেঁদে ফেলেছিল । কন্ট্র্যাক্টের নামে জিয়ার উপর শারীরিক নির্যাতন করত ওরা ।"

এই তথ্যচিত্রটি শেয়ার করে কঙ্গনা লেখেন, "ওরা জিয়া আর সুশান্তকে মেরেছে । আমাকেও মারার চেষ্টা করেছে । তারপরেও মুভি মাফিয়াদের সাহায্যে ওরা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে । প্রতি বছর আরও শক্তিশালী আর সফল হয়ে উঠছে ।"

এই দুনিয়ায় কেউ নিজের নয়, নিজের রক্ষাকর্তা নিজেকেই হতে হবে...পরামর্শ দিয়েছেন কঙ্গনা । দেখে নিন তাঁর টুইট...

ABOUT THE AUTHOR

...view details