মুম্বই : সোশাল মিডিয়ায় 'স্পেশাল সানডে'-র ঝলক দিলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর মুম্বইয়ের বাড়িতে এল 'তেজস'-এর পুরো টিম ।
'তেজস' ছবিতে এক এয়ারফোর্স অফিসারের চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা । 'ধাকড়'-এর সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়ে গেল এই ছবির প্রস্তুতিও । ছবির পুরো টিম এল কঙ্গনার মুম্বইয়ের বাড়িতে ।
বাড়িটি আসলে কঙ্গনার বাবা-মায়ের । নতুনভাবে বাড়িটির অন্দরসজ্জা করেছেন অভিনেত্রী । তাই বিশেষ মিটিংয়ের জন্য এই বাড়িটিকেই বেছে নিলেন তিনি ।
কয়েকটি হ্যাপি পিকচার শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'খুব বিশেষ ছিল আজকের রবিবারটা । আমার তেজস-এর টিম বাড়িতে এসেছিল, সবাই মিলে স্ক্রিপ্ট রিডিং হল । আমার নতুন টিমকে হোস্ট করতে পেরে ভারি ভালো লাগছে ।'
আগামী কয়েকমাসের জন্য টিম 'তেজস'-ই তাঁর পরিবার, জানালেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...