মুম্বই : একের পর এক বিয়ের অনুষ্ঠানে রঙিন হয়ে উঠেছে কঙ্গনা রানাওয়াতের মানালির বাড়ি । নিজের ভাই অক্ষতের পর এবার আরও এক ভাই করণের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন অভিনেত্রী ।
অক্ষতের বিয়েতে সবুজ কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন কঙ্গনা । ভারি সোনার গয়নায় মোহময়ী হয়ে উঠেছিলেন । আর করণের বিয়েতে তাঁর সাজ একেবারে আলাদা । মেরুণ রংয়ের সালোয়ার-কামিজের সঙ্গে হালকা গয়না । চুলে আলগোছে লাগানো লাল গোলাপ । আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শুধু কঙ্গনাই ।