পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিয়ের ধুম লেগেছে কঙ্গনার বাড়িতে, বিবাহবন্ধনে আরও এক ভাই - কঙ্গনা রানাওয়াতের খবর

কয়েকদিন আগে কঙ্গনা রানাওয়াতের নিজের ভাই অক্ষতের গায়ে হলুদের অনুষ্ঠান হয় । দু'দিনের মধ্যে আরও এক ভাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন । টুইটারে ভিডিয়ো শেয়ার করলেন কঙ্গনা ।

kangana ranaut brother wedding
kangana ranaut brother wedding

By

Published : Oct 20, 2020, 4:41 PM IST

মুম্বই : একের পর এক বিয়ের অনুষ্ঠানে রঙিন হয়ে উঠেছে কঙ্গনা রানাওয়াতের মানালির বাড়ি । নিজের ভাই অক্ষতের পর এবার আরও এক ভাই করণের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন অভিনেত্রী ।

অক্ষতের বিয়েতে সবুজ কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন কঙ্গনা । ভারি সোনার গয়নায় মোহময়ী হয়ে উঠেছিলেন । আর করণের বিয়েতে তাঁর সাজ একেবারে আলাদা । মেরুণ রংয়ের সালোয়ার-কামিজের সঙ্গে হালকা গয়না । চুলে আলগোছে লাগানো লাল গোলাপ । আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শুধু কঙ্গনাই ।

ভাইয়ের গায়ে হলুদের ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "রঙ্গোলির বিয়ের পর প্রায় এক দশক কেটে গেছে আমাদের বাড়িতে বিয়ে হয়নি । আমার দুই ভাই অক্ষত আর করণকে ধন্যবাদ যে তারা এই বদ্ধতাকে ভেঙে দিলেন ।"

কঙ্গনার বাড়ি সেজে উঠল বিয়ের আনন্দে, উৎসবের রঙে । দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details