মুম্বই : ভাই অক্ষতের বিয়ের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত । বিয়ে উপলক্ষে প্রতিদিন তাঁর আলাদা আলাদা সাজ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন নেটিজেনরা । গায়ে হলুদ, সংগীতের পর এবার বিয়ের প্রধান ও শেষ অনুষ্ঠান সম্পন্ন হল । সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন কঙ্গনা ।
ভাই অক্ষত আর ভাইয়ের বউ ঋতু একগুচ্ছ ছবি দিয়েছেন কঙ্গনা । সঙ্গে তিনিও রয়েছেন । জমকালো লেহেঙ্গায় অভিনেত্রীকেও যেন বিবাহযোগ্যা মনে হচ্ছে । মাথায় লাল গোলাপ আর ভারি গয়নায় নজরকাড়া কঙ্গনা ।