পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশাল মিডিয়া নয়, এবার শুটিং ফ্লোরে কঙ্গনা - Kangana Ranaut resumed work

7 মাস পর শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন কঙ্গনা রানাওয়াত । আজই 'থালাইভি'-র জন্য শুট শুরু করবেন তিনি । উড়ে যাবেন দক্ষিণ ভারত ।

Kangana Ranaut resumed work
Kangana Ranaut resumed work

By

Published : Oct 1, 2020, 7:56 AM IST

মুম্বই : একজন অভিনেত্রীর প্রধান কাজ হল অভিনয় করা । লাইট-ক্যামেরা-অ্যাকশন না শুনতে পেলে তার মন ছটফট করে । কঙ্গনা রানাওয়াতও এতদিন ধরে প্রতীক্ষায় ছিলেন, শুটিং ফ্লোরে কবে ফিরবেন দিন গুনছিলেন । অবশেষে সেই "বিশেষ" দিনটি এল ।

রাজনীতিবিদ জয়ললিতার জীবন অবলম্বনে তৈরি 'থালাইভি' ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা । আজ থেকে সেই ছবির শুটিং শুরু হতে চলেছে । আর তাই দক্ষিণ ভারতে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী ।

কঙ্গনা সোশাল মিডিয়ায় কয়েকটি সেলফি পোস্ট করেছেন । সঙ্গে দিয়েছেন এই সুখবরটিও । লিখেছেন, "বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ । কারণ 7 মাস পর আজ আমি কাজ শুরু করছি । আমার অন্যতম অ্যাম্বিশাস প্রজেক্ট 'থালাইভি'-র শুটিং করতে দক্ষিণ ভারত পাড়ি দিচ্ছি ।"

সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চেয়ে নিয়েছেন কঙ্গনা । এই কঠিন সময় শুটিং করতে যাওয়া তো মুখের কথা নয়...আশীর্বাদ তো লাগবেই । দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'থালাইভি'-র টিজ়ার ও ফার্স্টলুক । যদিও কঙ্গনারূপী জয়ললিতাকে দেখে একেবারেই খুশি হননি দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details