মুম্বই : কয়েকমাস আগে টুইটার জয়েন করেন কঙ্গনা রানাওয়াত । আর তার প্রধান উদ্দেশ্য় হল বিতর্ক তৈরি করা । প্রতিদিন কোনও না কোনও কারণে জটিলতা তৈরি করে বিতর্ক সৃষ্টি করেন অভিনেত্রী । অনেকেই তাঁর এই আচরণ মেনে নিতে পারছে না ।
সেই দেখে কি চুপ থাকবেন কঙ্গনা ? তাঁর মতে, তাঁর এত অভিযোগ, এত প্রতিবাদ সব নাকি মানুষের জন্য । যাদের জন্য তিনি এতকিছু করছেন তারাই তাঁকে পছন্দ করছেন না ? ভেবে বিরক্ত অভিনেত্রী ।
কঙ্গনা লিখেছেন, "যে সমস্ত ফ্যানেরা সারাদিন আমার টুইট দেখেন আর বলেন যে, তারা নাকি ক্লান্ত হয়ে গেছেন, বোর হয়ে গেছেন, আমায় চুপ করার উপদেশ দেন, তাদের বলব আমায় আনফলো বা ব্লক করে দিন ।"
"আর যদি সেটা করতে না পারেন, তাহলে এটাই দাঁড়ায় যে আপনারা আমায় নিয়ে অবসেসড । আমায় একজন নিন্দুকের মতো ভালোবাসবেন না । তবে অন্য় উপায় জানা না থাকলে এটাই করে যেতে পারেন", যোগ করেছেন অভিনেত্রী ।
দেখে নিন কঙ্গনার টুইট..