পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'জয়া আম্মা'-র মৃত্যুবার্ষিকীতে কঙ্গনার বার্তা - কঙ্গনা রানাওয়াতের খবর

আজ জয়ললিতার মৃত্যুবার্ষিকী । এই প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে 'থালাইভি' ছবিতে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত । শুটিংয়ের কয়েকটি ছবি শেয়ার করে 'জয়া আম্মা'-কে মনে করলেন অভিনেত্রী ।

kangana ranaut tributes Jayalalitha
kangana ranaut tributes Jayalalitha

By

Published : Dec 5, 2020, 12:55 PM IST

মুম্বই : 'থালাইভি' ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত । তাঁর মৃত্যুবার্ষিকীতে তাই এই প্রবাদপ্রতিম পলিটিশিয়ানকে শ্রদ্ধা জানাতে ভুললেন না অভিনেত্রী ।

'থালাইভি' ছবির সেট থেকে কয়েকটি শুটিং স্টিল শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "জয়া আম্মার মৃত্যুবার্ষিকীতে 'থালাইভি'-র সেট থেকে কয়েকটি স্টিল ছবি শেয়ার করলাম । আমার টিমকে অনেক ধন্যবাদ । বিশেষ করে পরিচালক বিজয় স্যার, যিনি অতিমানবের মতো পরিশ্রম করছেন ছবিটিকে শেষ করার জন্য ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

2020 সালের 26 জুন 'থালাইভি' মুক্তি পাওয়ার কথা ছিল । তবে কোরোনা এসে পুরোটা ঘেঁটে দেয় । পরিস্থিতি স্বাভাবিক হতেই তাই পুরোদমে শুরু হয়ে গেছে শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details