মুম্বই : সুশান্তের মৃত্যু নিয়ে অনেক কথা বলেছিলেন কঙ্গনা রানাওয়াত । বলেছিলেন যে, সুশান্ত আত্মহত্যা করতে পারে না, সুশান্তকে তিলে তিলে শেষ করেছে এই ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি । সঙ্গে কঙ্গনা এটাও বলেন যে, এই সমস্ত কথা মিথ্যে প্রমাণিত হলে তিনি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন । কঙ্গনাকে সেই প্রতিশ্রুতিটাই মনে করিয়ে দিয়েছিলেন স্বরা ।
তাতে পালটা জবাব দিলেন কঙ্গনা । যে সাক্ষাৎকারে তিনি কথাটি বলেছিলেন, সেই সাক্ষাৎকারের লিঙ্কটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "এটাই আমার সাক্ষাৎকার । যাদের স্মৃতি দুর্বল তারা এটা দেখে নিতে পারেন । যদি আমার আনা অভিযোগের একটিও ভুল প্রমাণিত হয়, তাহলে তাহলে পদ্মশ্রী ফিরিয়ে দেব ।"