পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনাকে "অর্ধশিক্ষিত" বললেন নাসিরুদ্দিন, কী জবাব অভিনেত্রীর ? - নাসিরুদ্দিন শাহের খবর

একের পর এক বিতর্কিত মন্তব্য করে হেডলাইন তৈরি করছেন কঙ্গনা রানাওয়াত । তবে তাঁর মন্তব্য মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন মনে করেন না নাসিরুদ্দিন শাহ । কারণ, তাঁর কাছে কঙ্গনা একজন "অর্ধশিক্ষিত উঠতি তারকা" । কী জবাব দিলেন কঙ্গনা ?

kangna ranaut and naseerduddin shah arguement
kangna ranaut and naseerduddin shah arguement

By

Published : Aug 19, 2020, 2:24 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের মন্তব্য মাঝেমধ্যেই ধৈর্যের সীমা ছাড়াচ্ছে নেটিজেনদের । শুধু নেটিজেনরা নয়, কঙ্গনার এই আচরণে বিরক্ত তাঁর সহকর্মীরাও । কখন যে কার দিকে বাক্যবাণ ছুড়বেন অভিনেত্রী, বুঝে উঠতে পারছেন না তাঁরা । একই সুর শোনা গেল নাসিরুদ্দিন শাহের গলাতেও । তিনি কোনও "অর্ধশিক্ষিত" তারকার মন্তব্য শুনতে চান না বলে সাফ জানিয়ে দিলেন ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নাসির বলেন, "কোনও অর্ধশিক্ষিত তারকার মন্তব্য শুনতে চাই না । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন ।"

তবে নাসিরের এই কথা শুনে চুপ থাকার পাত্রী নন কঙ্গনা । তিনি টুইটারে দু'টি পোস্ট করেছেন । প্রথমটিতে অভিনেত্রী লিখেছেন, "ধন্যবাদ নাসিরজী । আপনি আমার সব পুরস্কার, সব অ্যাচিভমেন্টকে উপেক্ষা করলেন, যেগুলো কোনও নেপোকিড আজ অবধি অর্জন করতে পারেনি ।"

কঙ্গনা যদি প্রকাশ পাড়ুকোনের মেয়ে (দীপিকা পাড়ুকোন) বা অনিল কাপুরের মেয়ে (সোনম কাপুর) হতেন তাহলে কি নাসিরুদ্দিন এই কথা বলতে পারতেন ? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ।

পরের টুইটে কঙ্গনা একটি সাক্ষাৎকারের ইউটিউব লিঙ্ক শেয়ার করেছেন । সেখানে নাসিরুদ্দিনের সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছিলেন অভিনেত্রী । লিঙ্কটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "নাসিরজী একজন বিশাল মাপের তারকা । তাঁর গালিও ভগবানের প্রসাদের মতো ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

.

ABOUT THE AUTHOR

...view details