মুম্বই : কঙ্গনা রানাওয়াতের মন্তব্য মাঝেমধ্যেই ধৈর্যের সীমা ছাড়াচ্ছে নেটিজেনদের । শুধু নেটিজেনরা নয়, কঙ্গনার এই আচরণে বিরক্ত তাঁর সহকর্মীরাও । কখন যে কার দিকে বাক্যবাণ ছুড়বেন অভিনেত্রী, বুঝে উঠতে পারছেন না তাঁরা । একই সুর শোনা গেল নাসিরুদ্দিন শাহের গলাতেও । তিনি কোনও "অর্ধশিক্ষিত" তারকার মন্তব্য শুনতে চান না বলে সাফ জানিয়ে দিলেন ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নাসির বলেন, "কোনও অর্ধশিক্ষিত তারকার মন্তব্য শুনতে চাই না । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন ।"
তবে নাসিরের এই কথা শুনে চুপ থাকার পাত্রী নন কঙ্গনা । তিনি টুইটারে দু'টি পোস্ট করেছেন । প্রথমটিতে অভিনেত্রী লিখেছেন, "ধন্যবাদ নাসিরজী । আপনি আমার সব পুরস্কার, সব অ্যাচিভমেন্টকে উপেক্ষা করলেন, যেগুলো কোনও নেপোকিড আজ অবধি অর্জন করতে পারেনি ।"