পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনার শুটিংয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, গাড়ি পালটে ফিরতে হল অভিনেত্রীকে - কঙ্গনা রানাওয়াতের শুটিংয়ে বিক্ষোভ

মধ্যপ্রদেশে 'ধাকড়'-এর শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত । শুটিং চলাকালীন সেখানে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ শুরু হয় । গাড়ি পালটে অন্য পথে আসতে বাধ্য হন অভিনেত্রী ।

kangana ranaut faced protest in dhaakad shoot
kangana ranaut faced protest in dhaakad shoot

By

Published : Feb 13, 2021, 2:09 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত যে কংগ্রেস সমর্থক নন, সেটা সবাই জেনে গেছেন এতদিনে । সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের সমর্থনে তাঁর সুর সর্বদা চড়া । এহেন কঙ্গনার শুটিংয়ে কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ ।

কঙ্গনা নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন । ভিডিয়োয় দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে 'ধাকড়'-এর শুটিং চলাকালীন বিস্তর মানুষের ভিড় । অভিনেত্রীর দাবি যে, তারা কংগ্রেস কর্মী ।

ভিডিয়োটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "আজ সন্ধেবেলা আমার শুট লোকেশনের বাইরে কংগ্রেস কর্মীদের ভিড় । এখনকার মতো পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে । তবে আমায় গাড়ি পালটে অন্য পথে ফিরতে হয়েছে । নিজের মত প্রকাশের জন্য একজন নারী হিসেবে কিছু অসুবিধা তো ভোগ করতেই হয় ।"

মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়করা জানিয়েছেন যে, বিক্ষোভকারীরা আসলে কৃষকদের হয়ে প্রতিবাদ জানাতে গেছিলেন । এই জেনে কঙ্গনার প্রশ্ন যে, কৃষকরা নিজেরা কেন এলেন না ? কে তাদের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে ?

পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেলেও ভবিষ্যতে ফের বিক্ষোভের আশঙ্কা থেকেই যাচ্ছে । কারণ, এখন বেশ কিছুদিন ধরে মধ্যপ্রদেশেই শুটিং করবেন কঙ্গনা ।

ABOUT THE AUTHOR

...view details