মুম্বই : হায়দরাবাদে একই হোটেলে ছিলেন কঙ্গনা রানাওয়াত আর সঞ্জয় দত্ত । এই কথা জানতে পেরেই সঞ্জয়ের হোটেল রুমে ছুটে যান কঙ্গনা । অভিনেতার শরীর-স্বাস্থ্য কেমন আছে জানতে চান । তবে নেটিজেনরা ভালো চোখে দেখছেন না কঙ্গনার এই 'হিপোক্রিসি' ।
কয়েকমাস আগে জানা গেছিল যে, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্ত । চিকিৎসা করে সম্প্রতি ক্যান্সার মুক্ত হয়েছেন অভিনেতা । তবে এত তাড়াতাড়ি ফোর্থ স্টেজ ক্যান্সার কীভাবে সারতে পারে ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা । অনেকেই ধরে নিয়েছেন যে, 'সড়ক 2'-এর প্রোমোশন করার জন্য এই অসুস্থতার ভুয়ো খবর ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ।