মুম্বই : হুঁশিয়ারি দিয়েছিল শিবসেনা । পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, 9 তারিখ মুম্বই আসবেন । কেউ আটকালে আটকে দেখাক । আর সেই মতো আজ মুম্বইয়ে পৌঁছালেন কঙ্গনা রানাওয়াত ।
সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর । আর দুপুরে নির্ধারিত সময় বিমানবন্দরে নামেন কঙ্গনা । তিনি যখন বিমানবন্দরে নামেন সেই সময় বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । অন্যদিকে কঙ্গনার সমর্থনে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল করনি সেনা । এরপর বিমানবন্দর থেকে সোজা খারে নিজের বাড়িতে যান অভিনেত্রী । সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেলও ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।