মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কঙ্গনা রানাওয়াত । অভিনেতার মৃত্যুর জন্য ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির তারকা, পরিচালক ও প্রযোজকদের দায়ি করেছিলেন তিনি । 'মুভি মাফিয়া'-দের বিরুদ্ধেও টুইট করতে দেখা যায় তাঁকে । আর এবার ফের সুশান্তের মৃত্যুর জন্য করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি । এছাড়াও তিনি উল্লেখ করেছেন চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দের নামও ।
টুইটারে কঙ্গনা লেখেন, "করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মসন্দ ও মিডিয়া মাফিয়ার রক্তপিপাসু শকুনরা মিলে সুশান্তকে খুন করেছে । পরিবারের একমাত্র ছেলেটাকে নিগ্রহ, শোষণ আর হয়রান করেছে বলিউডে । আর এবার করণ নিজের সন্তানদের প্রমোট করছে !লজ্জার..."।