পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটরাই খুন করেছে সুশান্তকে : কঙ্গনা - Kangana slams Mahesh Bhatt

টুইটারে কঙ্গনা লেখেন, "করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মসন্দ ও মিডিয়া মাফিয়ার রক্তপিপাসু শকুনরা মিলে সুশান্তকে খুন করেছে । পরিবারের একমাত্র ছেলেটাকে নিগ্রহ, শোষণ আর হয়রান করেছে বলিউডে । আর এবার করণ নিজের সন্তানদের প্রমোট করছে !লজ্জার..."।

lkh
b

By

Published : Sep 2, 2020, 9:21 AM IST

Updated : Sep 2, 2020, 11:08 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কঙ্গনা রানাওয়াত । অভিনেতার মৃত্যুর জন্য ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির তারকা, পরিচালক ও প্রযোজকদের দায়ি করেছিলেন তিনি । 'মুভি মাফিয়া'-দের বিরুদ্ধেও টুইট করতে দেখা যায় তাঁকে । আর এবার ফের সুশান্তের মৃত্যুর জন্য করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি । এছাড়াও তিনি উল্লেখ করেছেন চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দের নামও ।

টুইটারে কঙ্গনা লেখেন, "করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মসন্দ ও মিডিয়া মাফিয়ার রক্তপিপাসু শকুনরা মিলে সুশান্তকে খুন করেছে । পরিবারের একমাত্র ছেলেটাকে নিগ্রহ, শোষণ আর হয়রান করেছে বলিউডে । আর এবার করণ নিজের সন্তানদের প্রমোট করছে !লজ্জার..."।

কঙ্গনার টুইট

কিন্তু, হঠাৎ আবার কেন করণকে কটাক্ষ করলেন কঙ্গনা ? আসলে এতদিন সোশাল মিডিয়ায় খুব একটা দেখা যায়নি করণকে । গতকাল নিজের বই লেখার কথা ঘোষণা করেন পরিচালক । জানান, বাচ্চাদের জন্য বই লিখছেন তিনি । রুহি ও যশকে দেখে অনুপ্রাণিত হওয়ার পরই বই লেখার সিদ্ধান্ত নেন । করণের এই কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ফের তাঁর বিরুদ্ধে মন্তব্য করেন কঙ্গনা ।

এর আগে গতকাল আরও একটি টুইট করেন কঙ্গনা । সেখানে তিনি লেখেন, "মুভি মাফিয়াদের প্রধান হলেন করণ জোহর । একাধিক জীবন ও ক্যারিয়ার শেষ করে দিয়েছেন তিনি । কিন্তু, তাও অনায়াসে ঘুরে বেড়াচ্ছেন । তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না ।" প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এই টুইট করেন অভিনেত্রী ।

কঙ্গনার টুইট
Last Updated : Sep 2, 2020, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details