মুম্বই : সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় এমনভাবে উঠে পড়ে লেগেছেন যেন সুশান্ত তাঁর বহুদিনের পরিচিত ছিলেন । অনেকেরই বক্তব্য যে, সুশান্তের মৃত্যুকে অজুহাত করে কঙ্গনা নিজের ব্যক্তিগত ঝাল মেটাচ্ছেন । একই সুরে কথা বললেন রাজপুত পরিবারের আইনজীবী বিকাশ সিং ।
IANS-কে সিং বললেন. "কঙ্গনা এই ইন্ডাস্ট্রির কিছু জেনারেল সমস্যার কথাকে তুলে ধরছেন । হয়তো সুশান্তও নেপোটিজ়মের শিকার হয়েছিলেন । তবে কঙ্গনা সুশান্তের জন্য এসব কিচ্ছু করছেন না । উনি শুধু নিজের জন্যই এসব করছেন ।"