পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, ভিডিয়ো বার্তায় অভিযোগ কঙ্গনার - Kangana ranaut on physical torture

আজ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেন কঙ্গনা রানাওয়াত । তার ক্যাপশনে লেখেন, "কেন আমাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে ? দেশবাসীর থেকে এই উত্তর চাই । আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম আর এখন আপনাদের আমার পাশে দাঁড়ানো উচিত ।"

োে্
োে্

By

Published : Jan 8, 2021, 4:20 PM IST

মুম্বই : মানসিক ও শারীরিকভাবে তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুললেন কঙ্গনা রানাওয়াত । কয়েক মাস ধরে তাঁকে যে "অত্যাচার" সহ্য করতে হচ্ছে তা একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানান তিনি ।

ভিডিয়োতে তিনি বলেন, "দেশের জন্য যেদিন থেকে কথা বলা শুরু করেছি সেদিন থেকে যেভাবে আমার সঙ্গে আচরণ ও অত্যাচার করা হচ্ছে তা গোটা দেশবাসী দেখতে পাচ্ছেন । অবৈধ নির্মাণের অভিযোগ তুলে আমার বাড়ি ভেঙে দেওয়া হল । কৃষকদের পক্ষে কথা বলার জন্য আমার বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে । এমনকী, হাসার জন্যও আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।"

তিনি আরও বলেন, "কোরোনার শুরুর দিকে আমার দিদি রঙ্গোলি চিকিৎসকদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিল । তার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । এমনকী, সেই মামলায় আমার নামও যোগ করে দেওয়া হয়েছিল । কিন্তু, সেই সময় আমি টুইটারে ছিলাম না । পরে প্রধান বিচারপতি সেই মামলা খারিজ করে দিয়েছিলেন ।"

এদিকে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন এক ব্যক্তি । তার ভিত্তিতে কয়েক মাস ধরেই দুই বোনকে হাজিরার জন্য সমন পাঠাচ্ছিল মুম্বই পুলিশ । কিন্তু, ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তাঁরা । অবশেষে আজ হাজিরা দেন । জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে বাড়ি যান তাঁরা ।

এই হাজিরা প্রসঙ্গে ভিডিয়োতে কঙ্গনা বলেন, "আমাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু, কী কারণে হাজিরা দিতে বলা হয়েছে তা আমি জানি না । কী ধরনের হেনস্থার শিকার হচ্ছি সেই কথাও কাউকে জানাতে বারণ করা হয়েছে । আমি সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই যে আমরা কি মধ্যযুগে ফিরে গিয়েছি, যেখানে মহিলাদের পুড়িয়ে মারা হচ্ছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে ?"

এই ভিডিয়োর ক্যাপশনে কঙ্গনা লেখেন, "কেন আমাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে ? দেশবাসীর থেকে এই উত্তর চাই । আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম আর এখন আপনাদের আমার পাশে দাঁড়ানো উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details